
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গি দমনে পাক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি। তাঁর আশা, সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে দিল্লি সক্রিয় পদক্ষেপ করলেও এমন কিছু না করুক যাতে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই সময়ে ভারত সফরে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমেরিকায় ফিরে জঙ্গিদের মোকাবিলা নিয়ে তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ভ্যান্স। সেখানেই উঠে আসে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, ভারতক-পাক যুদ্ধ পরিস্থিতির বিষয়টি।
সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "আমি মনে করি যে, জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমাদের আশা, সেই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চলে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকা এবং জঙ্গিদের খুঁজে বার করতে সহযোগিতা করা।"
গত মাসে, পহেলগাঁও হামলার পর ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। বিষয়টি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন। ভ্যান্স মোদিকে জানিয়েছিলেন যে, তিনি পহেলগাঁওতে প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানাচ্ছেন। আমেরিকা ভারতের জনগণের পাশে দাঁড়াচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে সকল সহায়তা প্রদান করতে প্রস্তুত।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক্স বার্তায় লিখেছিলেন, "উষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মিগতদের প্রতি আমাদের সমবেদনা জানাই। গত কয়েকদিন ধরে, আমরা এই দেশ এবং এর জনগণের সৌন্দর্য দেখে অভিভূত। এই ভয়াবহ হামলার শোক প্রকাশ করার সময় আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।"
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেক শীর্ষ মার্কিন নেতাই ওই হামলার নিন্দা করেছেন। এটিকে "সন্ত্রাস" এবং "অবিবেকহীন" বলে অভিহিত করেছেন। তাঁরা সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও ভারতের প্রতি তাদের সমর্থনও প্রকাশ করেছেন।
এর আগে বুধবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেন। রুবিও পাকিস্তানকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এই হামলার বিষয়ে প্রথম প্রকাশ্য বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'কেউ যদি মনে করে কাপুরুষোচিত এই হামলা করে বিশাল সাফল্য মিলেছে, তাহলে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদির ভারত, বেছে বেছে একের পর এক প্রতিশোধ নেওয়া হবে।'
চারিদিকে শুধুই প্লাস্টিক, এবার...
মাছ আমিষ নাকি নিরামিষ? এর উত্তরে আপনি অবাক হবেন
ফুলের কান আছে! সামনে এল যুগান্তকারী আবিষ্কার
ভয় ধরাল ৮৫ মিলিয়ন বছর আগের ‘দানব ফসিল’, শক্তি আন্দাজ করতে গিয়ে হিমসিম খেলেন গবেষকরা
পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে পাকিস্তান, মদত দিচ্ছে চিন, লক্ষ্য ভারত? মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ভারত এবং নেপাল ছাড়াও এই দেশে হিন্দুদের বাড়বাড়ন্ত, নাম জানলে অবাক হবেন
ইন্টারনেটের অপেক্ষা চলছে যুগের পর যুগ, কোথায় রয়েছে এই গ্রাম
১০০ বছরের রহস্য! কমলা রঙের বিড়াল দেখলে কী করবেন
ভারতের 'জল বোমা'য় পাকিস্তান জুড়ে হাহাকার, নিষ্ক্রিয় করতে শরিফ সরকারের কাছে কাতর আবেদন পাক সেনেটরের
একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক
'ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই ২৫ শতাংশ শুল্ক আরোপ', অ্যাপল-কে মহা হুঁশিয়ারি ট্রাম্পের!
চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?
৫ হাজার বছর ধরে যত্ন করে রাখা ছিল, সামনে আসতেই কেলেঙ্কারি কান্ড, তারপর...
বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?
লিঙ্কডইনে নতুন এআই ফিচার, চাকরির খোঁজ এবার আরও সহজে!
পোষ্য আরশোলাকে তুড়ি মেরে কেন তাড়িয়েছেন? মহিলার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন পর্যটক, দেখুন ভিডিও
চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা
শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস